কোন টি নিয়ে শুরু করবেন ? ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস।
শুরুতেই এস এম সুদীপ বিডি ডট কম এর পক্ষ থেকে প্রান ঢালা ভালোবাসা , অভিনন্দন এবং শুভেচ্ছা।
কেমন আছেন আপনারা সেটি আজ আর জানতে চাইলাম না। কেননা আশা করি আপনারা সকলেই ভালই আছেন। আর আমিও অনেক গুনে ভালই আছি।
আজ আমি কোন বিষয়ে লিখতে যাচ্ছি তা হয়ত আপনারা আমার টাইটেল দেখেই বুঝে গেছেন। কথা দিচ্ছি আজ আপনাদের কনফিউশন সম্পূর্ণ রুপে দূর হয়ে যাবে।
আশা করি আপনারা টিউনের শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন।
অনেকেই বহু দিন ধরে বিভিন্ন ওয়েব সাইট এর সাথে যুক্ত আছেন। আর কোন এক সময়ে আপনারও মনে হয়েছে , আপনারও যদি একটি ওয়েব সাইট থাকত।
কোন একটা সময়ে হয়ত , আপনিও তৈরি করে ফেলেছেন আপনার ওয়েব সাইট। হয়ত সেটি ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস সাইট হতেই পারে। কিন্তু আপনাদের মনে একটি কনফিউশন রয়ে গেছে। আসলেই কোন টি সব থেকে বেস্ট।আজকের আলোচনা থেকে আপনি জানতে পেরে যাবেন কোন টি আপনাদের জন্য বেস্ট হবে।
সব চেয়ে যে বেশি দুইটি প্লাটফর্ম নিয়ে সবাই কে কাজ করতে দেখা যায়। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব , যে দুইটি প্লাটফর্ম নিয়ে সব চেয়ে বেশি কাজ করা হয় তা হলোঃ -
- ব্লগার এবং - Blogger/Blogspot And
- ওয়ার্ডপ্রেস - Wordpress
ব্লগার - Blogger/Blogspot: - ব্লগার একটি গুগলের প্লাটফর্ম। কোন রকম প্রগ্রামিং নলেজ ছাড়াই নতুন ইউজার রা খুব সহজেই ব্লগার ওয়েব সাইট তৈরি করতে পারে।
এখানে গুগল কিছু ডিফল্ট ব্লগার টেম্পলেট ডিজাইন করে রেখেছে। যে কোন একটি সেলেক্ট করে অনায়াসেই ব্লগিং করা যায়।
ব্লগার - Blogger/Blogspot |
ব্লগার ওয়েব সাইট এর সুবিধা সমূহঃ - ব্লগার ওয়েব সাইট এক ধরনের ব্যক্তিগত ওয়েব সাইট , এখানে তিনি ব্যক্তিগত প্রতিদিনের ঘটনা শেয়ার করে থাকেন। এবং পাঠক গন তাদের মতামত প্রকাশ করে থাকেন। ব্লগার ওয়েব সাইট এর অনেক সুযোগ সুবিধা রয়েছে , এই সকল সুযোগ সুবিধা গুলো আমি নিচে তুলে ধরতেছি -
- ব্যক্তিগত যে কোন ঘটনা শেয়ার করা যাবে। যেমন ভ্রমন কাহিনী।
- সর্বমোট এক শত (১০০) জন কে আথর করতে পারবেন। তারাও আপনার ব্লগে লেখা শেয়ার করতে পারবে।
- একাধিক এডমিন পারমিশন দিতে পারবেন। আপনার বিশ্বস্ত ব্যক্তি দের।
- কোডিং বা প্রগ্রামিং নলেজ ছাড়াই ব্লগার টেম্পলেট কাস্টমাইজ করতে পারবেন।
- ওয়েব সাইট এর নিরাপত্তা নিয়ে ভাবতে হয়না , যেহেতু এটি একটি গুগলের প্লাটফর্ম।
- একটি এমেইল দিয়েই একাধিক ওয়েব সাইট তৈরি করতে পারবেন।
- ওয়েব সাইট ডিলেট করার জন্য ঝামেলায় পরতে হয় না। ডিলেট রিকয়েস্ট করার ত্রিশ (৩০) দিন পরে ওয়েব সাইট টির সকল ডাটা মুছে যায়।
- ওয়েব সাইট এর ভিসিবল প্রাইভেসি পাবলিক কিংবা অনলি মি করে রাখা যায়।
- Blog Site এ হোস্টিং কেনার ঝামেলা নেই।
- গুগল সাব ডমাইন ফ্রিতে দেয় , ফলে ডোমাইন কিনতে হয় না। তবে আপনি চাইলে টপ লেভেলের ডোমাইন কিনে কাস্টম ভাবে সেট করতে পারবেন।
- ওয়েব সাইট কখনই ডাউন হয় না। সব সময় খুব দ্রুত লোড নিতে দেখা যায়। এবং
- আপনি সহজেই এডসেন্স পেয়ে যেতে পারেন। ব্লগিং করে আয় করতে পারবেন খুব সহজেই। ইত্যাদি।
উপরক্ত সকল বিষয় গুলোর দিকে তাকালে সব থেকে যে সুবিধা টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেটি হল কোন প্রকার হোস্টিং কিনতে হয় না। এবং একটি কাস্টম ডোমাইন পাওয়া যায়।
ব্লগার সাইট এর অসুবিধা সমূহঃ- ব্লগারের বেশ কিছু সুবিধা থাকার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। ব্লগার সাইট গুলোর মধ্যে যে সকল অসুবিধা পাওয়া যায় , সেগুলো হলঃ-
- ইউজার রা কোন প্রকার একাউন্ট করতে পারে না। সরাসরি জিমেইলের মাধ্যমে কন্টেন্ট এবং মতামত জানাতে পারে।
- কেউ কন্টেন্ট লেখার আগ্রহ প্রকাশ করলে , তাকে ইমেইলের মাধ্যমে আথর হতে হয়। প্রসেস টা অনেক ঝামেলা দায়ক। এবং
- কোন প্রকার অডিও বা মিউজিক আপলোড করার সিস্টেম নেই। ইত্যাদি।
ওয়ার্ডপ্রেস - Wordpress :- বিশ্বের পি এস পি এবং মাই এস কিউ এল সকল ওয়েব সাইট গুলো ওয়ার্ডপ্রেসের তৈরি। ওয়ার্ডপ্রেস সর্বাধিক ব্যবহিত অ্যাপ্লিকেশনস। ওয়ার্ডপ্রেসে অত্যধিক শক্তিশালি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে।
বিভিন্ন প্লাগিনের মাধ্যমে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট নিয়ন্ত্রন করা যায় , বলেই বেশির ভাগ ওয়েব সাইট গুলো ওয়ার্ডপ্রেসে তৈরি। ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা ব্যবস্থা অনেক গুনে ভাল এবং শক্তিশালি।
ক্রেডিট বাই: - SMsudipBD.Com
ওয়ার্ডপ্রেস - Wordpress |
ওয়ার্ডপ্রেসের সুবিধা সমূহঃ - পৃথিবীর সর্ব বৃহৎ প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের নানা দিক দিয়ে বিভিন্ন রকম সুবিধা রয়েছে। ওয়ার্ডপ্রেসে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় , তা হলঃ -
- খুব সহজেই ইনস্টল করা যায়।
- নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালি।
- ওয়ার্ডপ্রেসের কন্ডিশন গুলো সহজেই থিমে এপ্লাই করা যায়।
- সি এস এস এবং এইস টি এম এল জানা থাকলে সহজেই ওয়ার্ডপ্রেস থিম তৈরি করা যায়।
- বিভিন্ন ধরনের প্লাগিন ওয়েব সাইট কে আরও সুন্দর ও নিরাপত্তা প্রদান করে।
- ওয়েব সাইট ব্যাকআপ করে রাখার সু-ব্যবস্থা রয়েছে।
- যে ভাবে খুশি সে ভাবেই কাস্টমাইজ করা যায়।
- ইউজার রা রেজিস্টার এবং লগিন করতে পারে এবং ইউজার দের আলাদা আলদা ড্যাশবোর্ড থাকে।
- ফ্রিতে অনেক রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস থিম পাওয়া যায়।
- গুগল এডসেন্স পাওয়া যায় এবং অনেক টাকা আয় করা সম্ভব।
- আলাদা কন্ট্রোল প্যানেল থাকে। এবং
- কাস্টম ডোমাইন ব্যবহার করা যায় এবং অসংখ্য সাব ডোমাইন তৈরি করা যায়। ইত্যাদি।
ওয়ার্ডপ্রেসের অসুবিধা সমূহঃ - ওয়ার্ডপ্রেসের যেমন অসংখ্য সুবিধা রয়েছে ঠিক তেমনি অনেক অসুবিধা লক্ষ্য করা যায়। অধিকাংশ যে সকল অসুবিধা হয়ে থাকে সে গুলো হলঃ -
- হোস্টিং সার্ভার ভালো না হলে ওয়েব সাইট ডাউন হয়।
- কাস্টম ডোমাইনের প্রয়োজন হয়।
- অ্যাডসেন্স পেতে অধিক সময় লেগে যায়।
- প্রগ্রামিং নলেজ থাকা আবশ্যক।
- হোস্টিং এবং ডোমাইন প্রতি মাসে অথবা বছরে রিনিউ করতে হয় , ফলে অর্থের প্রয়োজন হয়।
এতক্ষন ধরে ব্লগার এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি কোন প্লাটফর্ম ব্যবহার করবেন।
তবে আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি শুরু করতে চাচ্ছেন , তবে আমি আপনাকে ব্লগার ব্যবহার করার পরামর্শ দিব।
কারন আপনি যদি ওয়ার্ডপ্রেস এ ওয়েব সাইট বানাতে চান , তবে আপনার স্কিল এর প্রয়োজন আছে। আর ডোমাইন এবং হোস্টিং কেনার ঝামেলা তো আসেই।
তাই আপনি ব্লগারে যাত্রা শুরু করতে পারেন। ধীরে ধীরে আপনি দক্ষ হয়ে যাবেন , এবং পরবর্তীতে চাইলে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ অরতে পারেন। তখন আপনাকে আর ঝামেলায় পরতে হবে না।
পরিশেষে বলতে চাই , আজকের এই টিউন আপনাকে কত টুকু বুঝাতে পেরেছে জানি না। আমার ভূল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা আজকের এই টিউন এখানেই শেষ করতেছি। সকলেই ভাল থাকবেন। আমার এই ওয়েব সাইট এর সাথেই থাকবেন।
ধন্যবাদ।
টাটা।
পোস্ট রেটিং করুন
4 comments
Sort by
Nice sir
ReplyDeleteধন্যবাদ , আপনার মুল্যবান মতামত প্রদান করার জন্য। সাথেই থাকুন।
Delete1 request sir .
ReplyDeletehttps://kizcohelp.xyz/ si site ar Moto akta wapkiz site design theme diben pls
আপনার অনুরোধ গ্রহন করলাম। খুব শিগ্রই আপনার এই ওয়াপ কিজ থিম শেয়ার করব। আপনার মুল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
Delete