এক নজরেই Blogger Yes or Not Conditional Tag গুলো দেখে নেই।

শুভ সু-প্রভাত।
কেমন আছেন আপনারা ?
আশা করি ভালই আছেন। আমিও ভালই আছি।

শীতের ছোঁয়ার পরম স্পর্শে ভাল না থেকে কি উপায় আছে !
অনেক ঠাণ্ডা পরেছে চারিদিকে , হয়ত অনেক কষ্ট পাচ্ছে শীতের করুন ডাপটে।

সকল পাঠক ভাই / বোনের কাছে আমার ছোট্ট ১ টি অনুরোধ , আপনার পরিত্যাক্ত শীতের গরম পোশাখ গুলো ফেলে না দিয়ে অসহায় দের কে দান করে দিন।
সৃষ্টি কর্তা আপনার অবশ্যই মঙ্গল করবেন।

এই শীতের ক্ষনে আজ আপনাদের সাথে কিছু ক্ষন বক বক করতে এলাম।
থাকবেন তো আপনারা ,আমার সাথে।
আসলে যখন টাইপিং করতেছি না , হাতের আঙ্গুল গুলো যেন অবস অয়ে যাচ্ছে যদিও বাকি পুরো শরীর টা আমার ল্যাপের আদলে আস্তরিত।

টাইটেল দেখে হয়ত আপনি বুঝে গেছেন , আজ আমি আপনাদের সাথে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি।
"এক নজরেই Blogger Yes or Not Conditional Tag গুলো দেখে নেই।"

তো চলুন শুরু করা যাক আজকের টিউন -
প্রথমেই আমাদের জানা প্রয়োজন আসলে ব্লগার কন্ডিশনাল ট্যাগ আসলে কি ?

ব্লগার কন্ডিশনাল ট্যাগঃ- 
Blogger Yes or Not Conditional Tag
Blogger Yes or Not Conditional Tag


আমরা অনেকেই খুব ভাল ভাবে ব্লগার কন্ডিশনাল ট্যাগ এর সাথে পরিচিত। কিন্তু এমন টাও হতে পারে অনেকে আছি যারা ব্লগার কন্ডিশনাল ট্যাগ এর সাথে বিন্দু মাত্র ধারনাও রাখি না , কিন্তু আমরা ব্লগার ডিজাইন বা কাস্টমাইজ করতে চাই।
ব্লগার কন্ডিশনাল ট্যাগ জানা না থাকলে আপনি কখনই পরিপূর্ণ ভাবে ব্লগার এর ডিজাইন করতে পারবেন না।
তাই আপনাদের এ বিষয়ে মোটা মুটি ভাল ধারনা নিতে হবে।
আপনারা যখন আমার কাসে হেল্প চান , আমি যদি আপনাদের হেল্প করি কোন কোডিং বিষয়ে ঠিক তখনও আপনাদের ব্লগার কন্ডিশনাল ট্যাগ এর বিষয়ে ধারনা কাজে লাগবে।

ব্লগার কন্ডিশনাল ট্যাগ তেমন কঠিন কিছুই না। কিছু কোডিং লাইন এর দ্বারা শুধু মাত্র ব্লগার এর বিভিন্ন পেজ বা লিংক এর সাথে কোড গুল ভিসিবল বা হাইড করে রাখা।
কোন প্রোগ্রাম কোন পেজে কি ভাবে দৃশ্য মান হবে। সেটি মোবাইল বা কম্পিউটারে দৃশ্য মান হবে নাকি হাইড হবে ইত্যাদি।

এবার নিশ্চয় আপনি বুঝে গেছেন আসলে ব্লগার কন্ডিশনাল ট্যাগ সম্পর্কে। তাহলে নিচে আমি কিছু ব্লগার কন্ডিশনাল ট্যাগ দিয়ে দিচ্ছি যে গুলো আপনার ব্লগার ডিজাইনে অনেক কাজে দিবে।

১ম কন্ডিশন ট্যাগঃ-

[CODE]<b:if cond='data:blog.isMobile'>
Only appear on Mobile version
<b:else/>
Only appear on desktop version
</b:if>[/CODE]

২য় কন্ডিশন ট্যাগঃ-

[CODE]<b:if cond='data:blog.isMobile == &quot;false&quot;'>
//Contents inside this, will only appear in Desktop version.
</b:if>[/CODE]

৩য় কন্ডিশন ট্যাগঃ-

[CODE]<b:if cond='data:blog.isMobileRequest == &quot;false&quot;'>
<!-- display 'something' if browser not requesting as a mobile device-->
<p>Something!</p>
</b:if>[/CODE]

৪র্থ কন্ডিশন ট্যাগঃ-

[CODE]<link expr:href='data:blog.url + &quot;?m=1&quot;' media='only screen and (max-width: 640px)' rel='alternate'/>[/CODE]

৫ম কন্ডিশন ট্যাগঃ-

[CODE]To prevent your widget loading on mobile, 
<b:widget id='Attribution1' mobile='no' title='Attribution' type='Attribution'>

Or to make it only available in mobile. 
<b:widget id='Attribution1' mobile='only' title='Attribution' type='Attribution'>[/CODE]

৬ষ্ঠ কন্ডিশন ট্যাগঃ-

[CODE]To prevent your widget loading yes mobile, 
<b:widget id='Attribution1' mobile='yes' title='Attribution' type='Attribution'>

Or to make it only available in mobile. 
<b:widget id='Attribution1' mobile='only' title='Attribution' type='Attribution'>[/CODE]


আরও বিভিন্ন Blogger Yes or Not Conditional Tag থাকতে পারে , যেগুলো এখনও হয়ত আমি জানি না।
সেগুলো হয়ত আপনি জেনে থাকবেন , তবে অবশ্যই মন্তব্য বক্সে বলে দিবেন এতে করে সকলেই উপকৃত হব।
ধন্যবাদ।

লিখতে লিখতে কখন যে টিউনের শেষ প্রান্তে পৌঁছে গেছি বলতেই পারি না।
পরিশেষে বলতে চাই , আজকের টিউনে আমার অগচরে ভুল ভ্রান্তি থাকতে পারে , দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।
যদি আজকের টিউন আপনার সামান্য তম কাজে আসে , তবে আপনার মতামত জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই।
সকলে ভাল থাকবেন।
সকলের সু-সাস্থ ও সুখি হন এই কামনায় আজকের টিউন এখানেই শেষ করছি।
টাটা।

ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!