কি ভাবে Index Type Image Rgb করে এডিট করবেন।
কি ভাবে Index Type Image Rgb করে এডিট করবেন। |
আশা করি আপনারা আজকেও ভালোই আছেন।
অনেক দিন ধরে অনেক বিষয় নিয়ে ভাবতেছি। আপনাদের সামনে কোন কোন ট্রিক গুলো শেয়ার করব।
তবে আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কি ভাবে আপনি Index Type Image গুলো কি ভাবে Rgb করে এডিট করতে পারবেন।
সবার আগে যে বিষয় গুলো আমাদের জানা অত্যন্ত জরুরী , তা হল Photoshop ।
কেননা Photoshop প্রত্যেক টি ক্ষেত্রেই প্রায় Photoshop এর ব্যবহার আছেই।
আমরা যারা ওয়েব ডিজাইন করি তাদের তো Photoshop না জানলেই নয়।
যাই সে সকল বিষয় না হয় বাদই দিলাম। মূল বিষয়ে আশা যাক , আমরা প্রত্যেকে গুগল থেকে বিভিন্ন ইমেজ ডাউন লোড করে থাকি কিন্তু একটি ক্ষেত্রে
আমরা সকলেই প্রায় আটকে যাই যখন দেখি ইমেজ টি আমার এডিট করা প্রয়োজন কিন্তু এডিট করা যাচ্ছে না।
কারন এই এমেজ টি অন্যান্ন এমেজের মত নয়।
আসলে এই এমেজ টি Png Type হলেও যখন এটিকে Photoshop এ ওপেন করি দেখা যায় এটির Background Type Index আকারে আছে।
আর সে কারনেই এমেজ টি এডিট করা আর আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না।
কিন্তু আজ আমি এই বিষয় টাই ক্লিয়ার করতে যাচ্ছি কিভাবে এই এমেজ গুলো আপনি অন্যান্ন এমেজের মত এডিট করতে পারবেন।
তো চলুন শুরু করা যাক...
Open Photoshop PS |
আপনার Photoshop টি ওপেন করুন।
প্রথমেই বলে রাখি আমি Photoshop PS এ এই কাজ টি করে দেখাব।
Open Your Index Type Image |
প্রত্যেক টি Photoshop প্রায় একই কিন্তু ভার্সন ভিন্ন হওয়ার কারনে Photoshop এর অপশন গুলো একটু ভিন্ন ভাবে সাজানো থাকে।
কষ্ট করে আপনাকে এই অপশন গুলো খুজে নিতে হবে।
Photoshop টি ওপেন হওয়ার পর আপনি আপনার সেই এমেজ টি ওপেন করুন যে ইমেজ টি Photoshop এ ওপেন করলে Background Type Index আকারে আসে।
Background Type Index Image Open |
তার পর আপনাকে Photoshop PS এর এক দম টপ বারে দেখতে পাবেন Image নামে একটি অপশন আসে।
এটির উপরে ক্লিক করলে আপনি কিছু অপশন দেখতে পারবেন।
এখানে দেখেন Image Type Index করা আছে।
আপনাকে এই Image Type Index টা পরিবর্তন করে Image Type Rgb করে দিতে হবে।
Change Image Type Index To Rgb |
এবার দেখুন আপনি এমেজ টি ইচ্ছা মত এডিট , মোভ এবং অন্যান্ন কাজ গুলি করতে পারতেছেন।
এই সামান্য ট্রিক টি হয়ত আমরা অনেকে জানি না , আর সে জন্য হতাস হয়ে যাই।
আমি জানি না আজকের টিউন টি আপনাদের কাছে কেমন লেগেছে।
হয়ত অনেক এই বিষয় টি জেনে থাকবেন , কিন্তু হয়ত অনেকে এই বিষয় টি জানে না তাই আজ আমি এই বিষয় টি তুলে ধরলাম।
টিউন টি লিখতে গিয়ে হয়ত আমার অজান্তে ভাষা এবং টাইপিং মিস্টেক হতে পারে।
নির বিধায় আমাকে আমার ভূল গুলো আমাকে ধরায় দিবেন।
আমি সে সকল ভুল সংশোধন করার অবশ্যই চেষ্টা করব।
পরিশেষে বলতে চাই , টিউন টি যদি আপনাদের সামান্য তম উপকারে আসে , তবে কমেন্ট সেকশনে মন্তব্য করে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না।
আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্ব পূর্ণ।
আজ আর কথা বারাব না, সকলে সু - সাস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের টিউন এখানেই শেষ করে বিদায় নিচ্ছি।
ফিরে আসব আবার নতুন কিছু নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকুন এবং বাবা মায়ের খেয়াল রাখুন।
টাটা।
ক্রেডিট বাইঃ - SMsudipBD.Com
টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!