কি ভাবে Facebook এর নাম ৬০ দিনের পূর্বে পরিবর্তন করবেন।
আজ আর জানতে চাচ্ছি না , আপনারা কেমন আছেন।
আশা করি আপনারা আজকেও অনেক অনেক ভালই আছেন।
আপনাদের মাঝে নতুন নতুন ট্রিক শেয়ার করতে পেরে আমারও বেশ ভালই লাগছে।
আর আমিও ভাল আছি।
আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কি ভাবে আপনি ফেসবুকের নাম ৬০ দিনের আগে বা ফেসবুক নাম পূর্বেই কনফার্ম করেছিলেন ফেসবুকের কাছে , আর এ কারনেই এখন আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে পারছেন না।
কিভাবে আপনি আপনার নাম পরিবর্তন করবেন সেই বিষয়েই আজ আমি লিখতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত টিউন টি মনোযোগ দিয়ে পড়বেন।
How to change facebok name |
তো চলুন শুরু অরা যাক...
প্রথম ধাপঃ-
আপনার ফেসবুক আইডি টি লগিন করা না থাকলে লগিন করে নিবেন।
লগিন করা হয়ে গেলে স্কিন শটের দিকে একটু লক্ষ করুন। দেখুন ডান দিকে ১ টি আইকন এ ক্লিক করেছি।
Settings and Privacy |
আর আইকনে ক্লিক করার পর কিছু অপশন দেখাচ্ছে। অপশন গুলর মধ্য থেকে Settings & Privacy অপশনে ক্লিক করবেন।
দ্বিতীয় ধাপঃ-
ক্লিক করার পর আবার কিছু নতুন অপশন আপনি দেখতে পারবেন। এই অপশন গুলোর মাঝে থেকে আপনাকে Settings এ ক্লিক করতে হবে।
স্কিন শট ফলো করুন।
Facebook Setings |
তৃতীয় ধাপঃ-
ফেসবুক সেটিংস এ ক্লিক করে এবার আপনি আরেক টি পেজে চলে এসেছেন। এখানে দেখবেন আপনার ফেসবুক আইডি নাম দেখা যাচ্ছে।
Facebook id name |
আর আপনার আইডি নামের ঠিক ডান পাশে Edit লেখা আছে। আপনি এই Edit এর উপর ক্লিক করে পরের পেজে চলে যাবেন।
চতুর্থ ধাপঃ-
এই পেজে আসার পর আপনি হয়ত ভেবেছিলেন , আপনার নাম পরিবর্তন করতে পারবেন কিন্তু টা আর হল না।
কেননা আপনার ফেসবুক নাম পরিবর্তনের এখনও ৬০ দিন হয় নাই। সেই লেখা টি দেখাচ্ছে।
আবার অনেকের আরেক টি ওয়ার্নিং দেয় যে আপনি আগেই আপনার নাম ফেসবুকে কনফার্ম করেছেন তাই আপনি আর আইডি নাম পরিবর্তন করতে পারবেন না।
Facebook Learn More |
যাই হোক আপনি Learn More এ ক্লিক করে পরের পেজে চলে যাবেন। এখানেই আপনাকে আসল কাজ করতে হবে এবার।
পঞ্চম ধাপঃ-
এই পেজে আসার পর আপনাকে স্ক্রল করে একটু নিচে নামতে হবে। আপনি এই লেখাটি দেখতে পারবেন, fill out this form to requist a name change and confirm your name.
Fillup form Link |
উক্ত লেখার উপর ক্লিক করে পরের পেজে চলে যাবেন। কোন রকম ভুল করবেন না । তাই একটু ধিরে সুস্থে কাজ করুন।
শেষ ধাপঃ-
এই ধাপে আপনি ১ টি ফর্ম দেখতে পারবেন। আপনাকে এই ফর্ম টি পুরো করে ফেসবুক টিম কে জমা দিতে হবে। তারা যদি আপনাকে রিয়েল পারসন মনে করে তাহলে আপনার ফেসবুক নাম পরিবর্তন হয়ে যাবে।
Fill Up Form |
ফর্ম টির প্রথম দিকে আপনার নাম সঠিক ভাবে দিবেন। শেষে আপনাকে আপনার এন আইডি কার্ডের দুই পাশের ছবি তুলে ১ টা ছবি বানিয়ে , ছবি টি ফর্মের সাথে যুক্ত করে দিতে হবে।
তবে আপনার নাম এন আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার আইডির নাম দিবেন।
ভুল ভাল নাম দিলে ফেসবুক আপনাকে রিজেক্ট অরে দিবে , ফলে আপনার নাম পরিবর্তন হবে না।
সব ঠিক থাকলে কিছু ক্ষন পর দেখবেন আপনার আইডির নাম পরিবর্তন হয়ে গেছে।
ধন্যবাদ এতক্ষন আমার সাথে থাকার জন্য।
নতুন টিউন নিয়ে না আসা পর্যন্ত সাথেই থাকুন।
ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!