যে ভাবে Wapkiz Forum Theme Design করবেন এবং Setup GuideLine

 যে ভাবে Wapkiz Forum Theme Design করবেন এবং Setup GuideLine

হেলো বন্ধু রা ,
প্রান ঢালা অভিনন্দন এবং ভালোবাসা নিয়ে আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ওয়াপ কিজ থিম নিয়ে হাজির হয়েছি।
কেমন আছেন আপনারা ?
আশা করি সকলেই ভাল আছেন আর সেই সাথে আমিও অনেক অনেক ভালই আছি।  আজ কে আমি আপনাদের মাঝে ওয়াপ কিজ থিম নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
আর সেই সাথে আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ নতুন একটি ডিজাইনের ওয়াপ কিজ থিম। 

যে ভাবে Wapkiz Forum Theme Design করবেন এবং Setup GuideLine

Wapkiz Forum Theme Design

প্রথমেই বলে রাখি , আপনি যদি আজকের এই টিউন টি স্কিপ করে শুধু মাত্র এই থিম টি ডাউনলোড করার জন্য অস্থির হয়ে আছেন।
তবে আপনি আজ অনেক কিছুই মিস করে ফেলবেন। আমরা সকলেই জানি সময়ের মুল্য কত টা বেশি। আমার কি দরকার অযথা এসব নিয়ে সময় নষ্ট করার। কিন্তু এখানে একটি লজিক আছে আর সেটি হল - আপনারা যাতে নিজেরাই এখন থেকে থিম তৈরি করতে পারেন। এ জন্যই আমার এই প্রচেষ্টা।
কত দিন আর আপনি মানুষের ডিজাইন করা থিম নিয়ে কাজ করবেন বলেন। আপনারও কি ইচ্ছে করেনা , আমাদের মত বা নিজের মন মত থিম ডিজাইন করার। আমি জানি আপনাদেরও ইচ্ছে হয়।
তবে আজকে আমি আপনাদের ওয়াপ কিজের বেশ কিছু ধারনা দিব।
আর এজন্যই আপনাকে বলছি আজকের টিউন আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ।


  • # Wapkiz.Com / Wapkiz.Mobi কি ?
ওয়াপ কিজ একটি বাংলাদেশি ওয়াপ বিল্ডার। খুব কম সময়ে অনেক জনপ্রিয়তার শিখরে রয়েছে এই ওয়াপকিজ। সল্প জ্ঞান নিয়েই নিজের দক্ষতাকে বহু গুন বাড়াতে ওয়াপ কিজের তুলনা নেই। এখানে অনেক গুলো ডিফল্ট থিম রয়েছে। যেখানে একটি মাত্র ক্লিক করেই আপনি তৈরি করতে পারেন আপনার ওয়েব সাইট।

শুধু মাত্র সি এস এস এবং এইস টি এম এল এর মাধ্যমেই তৈরি করতে পারবেন ওয়াপ কিজের সুন্দর একটি থিম। আপনি যদি নতুন হয়ে থাকেন , তবে আপনার নলেজ প্রাকটিস করার জন্য খুব ভাল একটি সাইট।


আজকে আমি আপনাদের মাঝে যে থিম টি নিয়ে কথা বলব , সেটি আসলে ওয়াপ কিজ এর যে ফরাম সাইট টি আসে ওই ওয়েব সাইট টি নিয়ে।
ঠিক অনুরুপ ডিজাইনের ওয়াপ কিজ থিম আজ কে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই থিম টি ক্লন করতে আমার যথেষ্ট সময় দিতে হয়েছে। আশা করি আপনার অনেক ভাল লাগবে থিম টি।

যারা ওয়াপ কিজ এ সবে মাত্র নিতুন যুক্ত হয়েছেন। তাদের জন্য আমার পক্ষ থেকে , এস এম সুদীপ বিডি এর পক্ষ থেকে শুভ কামনা।
নতুন দের জন্য কয়েক টি বিষয় জেনে নেওয়া খুবই জরুরী। যেমনঃ -

  1. Header - হিডার 
  2. Body - বডি এবং
  3. Footer - ফুটার।

# Header - হিডারঃ -  Header - হিডার  বলতে প্রত্যেক টি ওয়েব সাইট এর উপরের অংশ কে বুঝায়।
এই Header - হিডার প্রত্যেক টি পেজে স্বয়ংক্রিয় ভাবে প্রদর্শিত হয়। ওয়াপ ইজ এ এর পেজ নাম্বার হল -1। আমি আজকে যে থিম টি শেয়ার করতে যাচ্ছি সেটার হিডার টি দেখে নিন।

Header Wapkiz Theme
Header Wapkiz Theme

এখানে দেখুন লগিন ফর্ম আছে , যে অংশে লগিন ফর্ম আছে সেই অংশ টি হিডারের মধ্যে পরে। হিডাড়ে টা ছাড়া লগিন , রেজিস্টার , ফরাম , ব্লগ এবং হোম বটন যুক্ত থাকে।



# Body - বডিঃ - এই অংশে কন্টেন্ট কে দেখানো হয়। এ অংশে শুধু মাত্র কন্টেন্ট দেখতে পারবেন। একেক টি পেজের বডি একেক ধরনের কন্টেন্ট দিয়ে সাজানো থাকে।



# Footer - ফুটারঃ - এতি ওয়েব সাইট এর এক দম নিচের অংশ। অর্থাৎ বডির পরেই এর অবস্থান। এই অংশে ওয়েব সাইট এর বিভিন্ন ধরনের লিংক যুক্ত থাকে। যেমন কন্টাক্ট , ফেসবুক এবং টুইটার ইত্যাদি।


প্রত্যেক টি থিম রেসপন্সিভ করে ডিজাইন করা হয়। আজকের থিম টিও আমি রেসপন্সিভ করে ডিজাইন করেছি। আজকের থিম তির বিশেস কিছু বৈশিষ্ট্য তুলে ধরছি। যেমনঃ -

  1. থিম টি মোবাইল , ট্যাব এবং ল্যাপটপ/ডেস্কটপ রেসপন্সিভ।
  2. লোডিং স্পীড খুবই দ্রুত।
  3. এটি একটি হেল্পিং ফরাম থিম।
  4. ব্লগিং এবং ফরাম দুই ভাবে পোস্ট সেকশন আছে।
  5. সাউথ বক্স যুক্ত রয়েছে।
  6. টপ ইউজার দেখা যাবে।
  7. নিজেদের সাইট যুক্ত করার সিস্টেম আছে। যা টপে দেখা যাবে।
  8. সার্চ বার রয়েছে। যে কোন টপিক দ্রুত খুজে বের করতে পারবেন।
  9. ফেসবুকের সর্বশেষ দুইটি পোস্ট দেখানোর প্লাগিন যুক্ত করা আছে। এবং 
  10. বিবি কোড যুক্ত করা আছে। যা পোস্ট কে আরও সুন্দর করে সাঝিয়ে তুলে। ইত্যাদি।

আমি আর বেশি কিছু বলব না। আপনি চাইলে দেখে নিতে পারেন। তাছারা আপনি তো জানেনই ওয়াপ কিজের ফরাম পি এস পি স্ক্রিপ্ট টি কি রকম। ঠিক ওই সকল সুবিধা এই থিম টিতেও পেয়ে যাবেন।

Demo Of Kizhelp Wapkiz Theme
Demo Of Kizhelp Wapkiz Theme



ডেমো লিংকঃ - Kizhelp.Wapkiz.Com

এই থিম টি যদি আপনাদের ভাল লেগে থাকে আর আপনি যদি থিম টি ব্যবহার করতে চান , তবে আমি থিম টির জিপ ফাইল শেয়ার করতেছি। ফাইল টি আপনাকে আন জিপ করে ওয়াপ কিজের পি টি এল ফাইল টি ওয়াপকিজে আপলোড করে দিতে হবে।


UnZip Password : - Kizhelp@123

Theme টি যে ভাবে ওয়াপকিজে আপলোড করবেনঃ - থিম টি যে ভাবে ওয়াপ কিজে সেটাপ করবেন তা আমি ধারাবাহিক ভাবে বর্ণনা করছি। যথাঃ -

Backup/Restore Wapkiz Theme

Backup/Restore Wapkiz Theme


  1. Zip File টি Unzip করুন।
  2. Wapkiz এ Login করুন।
  3. আপনার সাইট সেলেক্ট করে প্যানেল মুডে প্রবেশ করুন।
  4. অনেক গুলো অপশন দেখতে পারবেন , স্ক্রল করে নিচে নামুন , দেখতে পারবেন Backup/Restore
  5. Backup/Restore এ ক্লিক করে আপনার থিম টি আপলোড করে দিন।
  6. এখন আপনার ওয়েব সাইট ভিসিট করে দেখুন।



পরিশেষে আপনাদের সকলের সু-সাস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের এই টিউন এখানেই শেষ করতেছি। সকলেই আগামি দিন গুলোতেও ভালো থাকবেন এই প্রত্যাশায়।

টাটা।
ক্রেডিট বাইঃ - SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!