যে কোনো সিমে কাস্টমার কেয়ারে ফ্রিতে কথা বলার ট্রিক্স জেনে নিন।

 যে কোনো সিমে কাস্টমার কেয়ারে ফ্রিতে কথা বলার ট্রিক্স জেনে নিন।


কেমন আছেন বন্ধু রা ? আশা করি সকলেই ভালো আছেন। আর আমিও অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন একটি ট্রিক্স নিয়ে কথা বলতে এসেছি।
আশা করি আজকের এই ট্রিক্স টি আপনাদের অনেক কাজে আসবে। তাই আজ আর কথা বারাব না , সরা সরি আমাদের ট্রিক্সে চলে যাই -


Customer care Servies
Customer care Servies




আমরা সকলেই জানি বিভিন্ন সমস্যার কারনে আমরা কাস্টমার কেয়ারে কল করে থাকি , ফলে অনেক ক্ষন যেমন অপেক্ষা করতে হয় তেমনি এটা আমাদের বোরিং ও লাগায়।
আর হ্যা কাস্টমার কেয়ারে কথা বলার সময় আমাদের চার্জ ও কেটে নেয়। কিন্তু আজ আমি আপনাদের মাঝে এমন একটি ট্রিক্স নিয়ে কথা বলব , আপনি যদি সে ভাবেই কথা বলেন , আপনার একটি টাকাও চার্জ করতে পারবে না।
এর জন্য আপনাকে আপনার মোবাইলের যে কোন সিম থেকে ডায়াল প্যাডে ডায়াল করতে হবে -

158
উক্ত ৩ টি সংখ্যা ডায়াল করে কল দিবেন। আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে। আপনি বাংলা অথবা ইংলিশ যে কোন একটি সেলেক্ট করে নিবেন।
তার পর আপনাকে বিভিন্ন নির্দেশনা দিবে ওভাবেই কাজ করবেন , আপনার একটি কমপ্লেন যুক্ত হয়ে যাবে। আপনার ফোনে একটি কমপ্লেন রেজিস্ট্রেশনের নাম্বার এর মেসেজ আসবে।
মেসেজে আপনাকে বলা হবে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কখন কল করা হবে। 

আপনি হয়ত ভাবতেছেন ১৫৮ এ কল করলে টাকা কাটবে কিনা ! না , এই নাম্বারে কল করলে কোন রুপ টাকা কাটবে না।
বরং এখানে কমপ্লেন করলে কাস্টমার কেয়ার থেকে আপনার মোবাইল নাম্বারে কল করে আপনার সমস্যার সমাধান করে দিবে।

বন্ধু রা আজকের এই ট্রিক্স টি আপনাদের কেমন লাগল কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ আর লিখছি না।
সকলেই ভালো থাকবেন , সুস্থ থাকবেন।
টাটা।

ক্রেডিট বাইঃ - SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!