কিভাবে ওয়াপকিজ পাসওয়ার্ড প্রটেক্ট পেজ তৈরি করবেন - How To Create Wapkiz Password Protected Page
হেলো বন্ধুরা ,
কেমন আছেন সকলেই ? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালই আছেন, আর সেই সাথে আমিও অনেক অনেক ভালই আছি।
বিগত অনেক দিন থেকে আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়ে উঠেনি। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম।
আশা করি সকল সনাতনী বন্ধুদের শারদীয় দুর্গা উৎসব ভালই কেটেছে। আসলে আমি এই শারদীয় উৎসবে অনেক ব্যস্ত ছিলাম বলেই আপনাদের সাথে আমি কোন কিছুই শেয়ার করি নি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ আপনাদের সাথে নতুন একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা আজকের টিউনের টাইটেল দেখেই বুঝে গেছেন। তো বন্ধুরা আর কোন কথা নয় , সরাসরি আজকের টিউনে ফীরে আসা যাক।
Lets Start
- Wapkiz Admin Pannel এ প্রবেশ করুন।
- একটি Page Create করুন, Page এর নাম দিবেন Enter Password
Enter Password পেজে প্রবেশ করুন। নিচের Html Code টি Copy করে নিয়ে Paste করে দিবেন।
[CODE]
(if smsudipbd~:to-login:)
<div class="chack-form">
<form action="/site-login.html" method="get">
<input type="text" name="to-login" value=""/>
<br/><br/>
<input type="submit" value="INPUT"/>
</form>
</div>
(/if)
[/CODE]
এবার যে পেজে পাওয়ার্ড সেট করতে চাই সেটি হল Login Page. একটি Login নামে পেজ তৈরি করব।
লগিন পেজে প্রবেশ করুন এবং নিচের দুইটি Code , Html Code Box এ Paste করে দিবেন।
প্রথম কোডঃ -
[CODE]
(if smsudipbd~:to-login:)
<div class="chack-form">
<div>Opps...! Worng Code.</div>
<form action="/site-login.html" method="get">
<input type="text" name="to-login" value=""/>
<br/><br/>
<input type="submit" value="INPUT"/>
</form>
</div>
(/if)
[/CODE]
দ্বিতীয় কোডঃ-
[CODE]
(if smsudipbd=:to-login:)
<div>Your Login Form Code Here</div>
(/if)
[/CODE]
এখানে আপনার পাসওয়ার্ড smsudipbd রেড কালার দিয়ে দেখিয়েছি। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন।
নিচের Css টি যুক্ত করে নিবেন , তাহলে Input Form গুলো সুন্দর দেখাবে।
[CODE]
<style type="text/css">
.chack-form input[type="text"] {
width: 100%;
padding: 5px;
border: 1px solid #ff12cf;
outline: 0;
}
.chack-form input[type="submit"] {
background: #ff12cf;
color: #fff;
padding: 5px;
width: 100px;
border: 1px solid #fff;
border-radius: 5px;
}
</style>
[/CODE]
তো বন্ধুরা , আজকের টিউন আপনাদের কেমন লাগল , কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের টিউনের ভূল ভ্রান্তি ক্ষমা সুন্দর ভাবে দেখবেন।
ধন্যবাদ।
ক্রেডিট বাইঃ - SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
2 comments
Sort by
J kono password a login hoye ja66e
ReplyDeleteCopyThis Code And Follow Tutorial Properly , Others By Not Working.
ReplyDeleteI Hope , You Are Understand.