YouTube Videos Auto Index Wapka Theme । YouTube এর মত ওয়েব সাইট তৈরি করুন।

YouTube Videos Auto Index Wapka Theme । YouTube এর মত ওয়েব সাইট তৈরি করুন।

হেলো বন্ধুরা ,
কেমন আছেন সকলেই ?
আশা করি সকলেই ভালো আছেন।
আর আমিও অনেক অনেক ভালই আছি।

আর এস এম সুদীপ বিডি এর সাথে থাকলে সকলেই ভালো থাকে , এ কথা নিশ্চয় জানেন। তাই আজ আর বেশি কথা বলব না , সরাসরি আমাদের মূল টিউনে ফীরে যাচ্ছি। আশা করি আজকের টিউনও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। 

আজকে আপনাদের সাথে Wapka এর একটি Auto Index Theme শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকেই আছেন , এ ধরনের থিম অনেক দিন থেকেই খুঝতেছেন। তাই আমি থিম টির রিভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি।


YouTube Videos Auto Index Wapka Theme

YouTube Videos Auto Index Wapka Theme

আপনি খুব সহজেই YouTube V3 API দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। YouTube এর সকল Video আপনার ওয়েবসাইট এ Auto Index হবে।
এই Wapka Theme টি আমার তৈরি করতে প্রায় ১০ দিনের মত সময় ব্যয় করতে হয়েছে।
চলুন থিম টি সম্পর্কে জেনে নেওয়া যাক...

Lets Start


এই থিম টি সম্পর্কে তেমন কিছুই আমার বলার নেই তবে এ টুকু বলতে পারি , আপনারা নিশ্চয় YouTube Website টি দেখেছেন।
YouTube Website এর মতই আপনি এই ওয়েব সাইট টি দেখতে পারবেন। এই থিম টি সে ভাবেই ডিজাইন করা হয়েছে। আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনি যদি এই থিম টির ডেমো দেখতে চান , নিচের লিংকে গিয়ে ডেমো দেখে আস্তে পারেন।

OurTube.Wapka.Club
এই থিমের Header এক দম YouTube ওয়েব সাইট এর মতই। এবং YouTube এর মতই Responcive.

YouTube এর মত ওয়েব সাইট তৈরি করুন

YouTube এর মত ওয়েব সাইট তৈরি করুন



কিন্তু এর Video Player Page একটু আলাদা। এই পেজেই উক্ত ভিডিও টি ডাউনলোড করতে পারবেন।


YouTube এর মত ওয়েব সাইট তৈরি করুন

YouTube এর মত ওয়েব সাইট তৈরি করুন


উক্ত পেজে Download এ ক্লিক করলে আপনাকে আরেক টি পেজে নিয়ে যাবে এবং এই ভিডিও লিংক টি দেখাবে। ভিডিও লিংক টি কপি করে বক্স এ দেওয়া মাত্র ভিডিও টি Convert হয়ে যাবে।এখান থেকে আপনি যে কোন একটি Download করতে পারবেন।


Download YouTube Videos

Download YouTube Videos


আপনাদের যদি এই Wapka থিম টি পছন্দ হয়ে থাকে , তবে নিচের লিংক থেকে থিম টি Download করে নিতে পারেন।


বিদ্রঃ - থিম টি ফ্রি তে দেওয়া হবে না। থিম টির মুল্য ৫০০ টাকা। থিম টি পাসওয়ার্ড প্রটেক্ট করে শেয়ার করা হয়েছে। যারা থিম টি ক্রয় করতে আগ্রহি কমেন্ট করুন।

# কি ভাবে এই থিম টি Upload করবেন ?

এই থিম টি সেটাপ করার জন্য নিচের টিউন টি আপনাকে পড়ে নিতে হবে। এই টিউনে আপনি ধারনা পেয়ে যাবেন , কি ভাবে Wapka Theme Setup করবেন।


পরিশেষে আজকের টিউন টি আপনাদের কেমন লেগেছে , কমেন্ট করে জানাতে ভুলবেন না। টিউনের ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ ,
About Author
2 comments
Sort by

  1. Replies
    1. This theme not working now. Need update. I can not share this.ok. thanks for your valuable comment.

      Delete