নিজে নিজেই শিখি Html , পর্ব - ০১ ।। Learning Html Part 01

নিজে নিজেই শিখি Html , পর্ব - ০১ ।। Learning Html Part 01

নমস্কার/আদাব।
আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালই আছি।
প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারনে যে অনেক দিন ধরেই আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করি না। আসলে বিগত ১ - ২ মাস ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম। সে কারনেই আপনাদের সাথে তেমন সময় দিতে পারি নাই।

নিজে নিজেই শিখি Html , পর্ব - ০১ ।। Learning Html Part 01

নিজে নিজেই শিখি Html , পর্ব - ০১ ।। Learning Html Part 01

আজ আবারও নতুন একটি পরিকল্পনা চলে এলো। তাই আজ ভাবলাম আপনাদের মাঝে যদি html নিয়ে Teach দেই কেমন হয়। যেই ভাবনা সেই কাজ। লিখতে বসে গেলাম। চলুন তবে আর কোন বারতি কথা নয়। এবার মূল টিউটোরিয়ালে ফীরে আসা যাক।

...Lets Start...

প্রিয় বন্ধুরা এর আগেও আমি ২ - ১ টি টিউনে আপনাদের সাথে html , css নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক অনেকেই হয়ত পড়েছেন আবার অনেকেই পড়েন নাই। সমস্যা নেই আজ আমি শুরু থেকেই ধারাবাহিক ভাবে আপনাদের html , css এর পর্ব গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমার জন্য সকলেই দোয়া/আশীর্বাদ করবেন।

# html কি ?

প্রিয় বন্ধুরা , html হল - একটি কাঠামো। যেমন একটি ঘড় বানানোর পূর্বে ঘড়ের কাঠামো বানিয়ে নিতে হয়। ঠিক তেমনি আমরা যখন web site design করব তখন এই html দিয়েই আমরা সর্ব প্রথম কাঠামো টি ডিজাইন করে নিব।

যে কোন Page ডিজাইন করার সময় সর্ব প্রথম ওই পেজের কাঠামো বা স্ট্রাকচার তৈরি করে নিতে হয়। আর এর পরে css এর সাহায্যে ওই পেজ রঙ্গিন করা হয়। আমরা সকলেই ধারাবাহিক ভাবে এই সকল অর্থাৎ html , css শিখে নিব।
   
আমাদের এই html শিখার যাত্রায় কি কি থাকবে সেটি জেনে নিলে কেমন হয়। চলুন তবে জেনে নেই আমাদের এই html শিখার যাত্রায় কি কি আমরা শিখতে পারব।
১। Homepage Design
২। DownLoad Page Design
৩। Error 404 Page Design
৪। Login Page Design And
৫। Sign Up Page Design
তো বন্ধুরা এই সকল পেজ ডিজাইন করার পূর্বে আমাদের বুঝতে হবে html কি ভাবে লিখ হয় বা শুরু হয়। একটি সাধারন html পেযে Common বা Defalt Structure থাকে।
যেমনঃ-

<html>
<head>
<title>
This Is Page Title Here
</title>
</head>
<body>
<header>
Website Logo Here
</header>
<content>
Here Is Content Showing
</content>
<footer>
Copyright @ 2022
</footer>
</body>
</html>
দেখেছেন তো ! এই সাধারন html Structure টি। বলে রাখি এই সাধারন html Structure টির সাহায্যেই আমরা উপরোক্ত সব পেজ গুলো ডিজাইন করব। তাই স্কিপ না করে html Structure টি ভালো ভাবে লক্ষ্য করে নিবেন। তা না হলে পরবর্তীতে কিছুই বুঝবেন না।

এখন এই পেজ টিকে সুন্দর ভাবে রঙ্গিন করার জন্য css জানতে হবে। তাই আমরা html শিখার পাশা পাশি css ও শিখে যাব।

এর পরের পর্বে আমি Homepage ডিজাইন নিয়ে টিউন বানাব। সাথে css নিয়েও আলচনা করব।

আপনারা যদি html এবং css শিখতে চান কমেন্ট করে জানাতে ভূলবেন না। আপনাদের উৎসাহ পেলে html এবং css সম্পর্কে টিউন লিখতেই থাকব।

পরবর্তী টিউন আগামিকালই দেওয়া হবে। সেই পর্যন্ত সাথেই থাকুন। সকলেই ভালো ও সুস্থ থাকুন। আজকের মত বিদায় নিচ্ছি।
টাটা। বাই।

ক্রেডিট বাইঃ- এস এম সুদীপ বিডি ডট কম।
ট্যাগঃ- নিজে নিজেই শিখি Html , পর্ব - ০১ ।। Learning Html Part 01,Teach Html,Learning css,css tricks and tips,html programming,hml homepage design,html landing page design,html form design,html login signup page design,input এর ব্যবহার।
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!