প্রিয় জনের কাছে একটি খোলা চিঠি। A Sad Letter For Dear Friend.
প্রিয় , জানি আমি তুমি অনেক অনেক ভালই আছ। কিন্তু আমি ভাল নেই জানো। সব সময় তোমার কথাই মনে পরে। খুব মনে পরে জানো।
হটাৎ করে এতটা বদলে যাব বুঝতেই পারিনি। আজকে অনেক দিন পর আবারও লিখছি। তুমি পড়ে নিও।
জানো প্রিয় , ভালোবাসা টাও আর আগের মত নেই। কেন জানি অনেক টাই বদলে গেছে। যখন ভাবতে বসি তখন শুধু ভাবতেই ইচ্ছে করে।
ভাবনার ছেদ কেন পরে না। মনের মাঝে অনেক কিছুই আজও অজানাই থেকে গেছে।
আমি জানি আজকের লেখা তোমার কাছে কখনই পৌঁছিবে না। তবুও লিখছি , কেন জানো হাজারও পাঠকের মাঝে শেয়ার করে কিছু টা হলেও হালকা হতে চাই।
সত্যিই আমার কিছু ভালো লাগছে না। তুমি হয়ত জানো না , তুমি এক মুহূর্ত কাছে না থাকলে কত টা আমি একা হয়ে যাই। তবুও তুমি দূরে দূরেই থাকো।
বড্ড বেশি এখন ভালো লাগে তোমারই মন খারাপির দেশে অশ্রু সিক্ত নয়নে বাকা হাসির কোনে সকল কিছু গোপন করে রাখতে।
পারি না আমি। কিছুই পারি না আমি। মাঝে মাঝে মনে হয় , আমার দ্বারা কিছুই সম্ভব নয়। তোমার জীবনে হয়ত আমি আগাছার মত বেঁছে আছি।
তুমি হয়ত খুশি নও।
আমার মুখের অক্সিজেন মাস্ক টা যদি কেউ খুলে দিত খুবই খুশি হতাম। এত কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। ভালো থেকো তুমি।
ইতি
হতভাগা
প্রিয় পাঠকবৃন্দ , আপনাদেরও যদি এ রকমের কোনো গল্প থেকে থাকে তবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প টি লাখো পাঠকের কাছে পৌঁছে দিব।
ধন্যবাদ।
পোস্ট রেটিং করুন
টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!