আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তা কিভাবে জানবেন।

আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তা কিভাবে জানবেন।


কেমন আছেন সবাই ?
আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ কৃপায় সবাই ভাল আছেন।
আমিও ঈশ্বরের কৃপায় ভালই আছি। বরাবরের মতো আজও চলে আসলাম নতুন আরেকটি টিউন শেয়ার করতে।
আশা করি আজকের টিউনও আপনাদের অনেক উপকারে আসবে।

আজকের টপিকের বিষয় হল -
আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তা কিভাবে জানবেন।

বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে প্রযুক্তির অপব্যবহার এর কারণে আমরা অনেকেই বিভিন্ন সমস্যার সুম্মখীন হচ্ছি যার ভিতরে সিম কার্ড নিয়ে প্রতারণা এটি একটি অন্যতম ইস্যু সম্প্রতি বেশ কিছু ঘঠনা শুনলাম।

এক জনের সিম কার্ড দিয়ে আরেক জনে ক্রাইম করেছে , আর এ কারনেই সিমটি যার নামে রেজিস্টার করা আছে সে ফেশে গিয়েছে। এখনও আমাদের মাঝে এমন অনেকেই রয়েছি আমরা যারা NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বা আমাদের NID Card নাম্বার দিয়ে অন্য কোন ব্যক্তি সিম কার্ড চালাচ্ছে কি না এ বিষয়ে কিছুই জানিনা বা খোজ খবর রাখিনা। 

বন্ধুরা , আজকের এই টিউনে আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি জানতে পারবেন আপনার নামে বা আপনার ভোটার Nid কার্ড দিয়ে অন্য কোন ব্যাক্তি সিম চালাচ্ছে কিনা বা আপনার Nid Card দিয়ে মোট কয়টি সিম রেজিস্টার করা আছে , সে নাম্বার গুলো কিভাবে দেখবেন।

আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তা কিভাবে জানবেন।

আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তা কিভাবে জানবেন।

আজকের টিউনটি খুব মনোযোগ দিয়ে পড়ে নিবেন তাহলে বুঝতে আপনার কোন রকম অসুবিধা হবেনা। এমন অনেক অসাধু ব্যাক্তি রয়েছে যারা কিনা আমাদের Nid Card দিয়ে সিম কার্ড রেজিস্টার করে ব্যবহার করতেছে তা আমরা নিজেরাও জানিনা।
সুতরাং অবশ্যই টিউনটি ভাল করে পড়তে হবে , আপনি যদি আজকের টিউনটি ভাল করে পড়েন তাহলে এর একটি সমাধান পেয়ে যাবেন।

অনেকেই বিভিন্ন সমস্যায় পরে Google মামা কে জিজ্ঞেস করে আর সেটা হলো -
Smart NID Card দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে কিভাবে চেক করব। 

তো বন্ধুরা আজ আর অতিরিক্ত কথা না বলে , চলুন চলে যায় মূল টিউনে।

...Lets Start...
  1. আপনি কি জানতে চান আপনার Nid Card দ্বারা কয়টি সিম রেজিস্টার করা হয়েছে ?
  2. সেই সকল সিমের নাম্বার গুলো আপনি কি দেখতে চান ?
  3. আপনার ভোটার id card দ্বারা রেজিস্টারকৃত সিম কেউ ব্যাবহার করে কিনা ?

আর আপনি যদি এই সকল প্রশ্নের উত্তর জানতে চান ,
তাহলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো আপনার NID Card দ্বারা রেজিস্টারকৃত একটি সিম লাগাতে হবে আপনার মোবাইলে।
তারপর আপনার ফোনের Dail Pad অপশনে গিয়ে ডায়াল করতে হবে।

*16001#

এরপর আপনার Nid কার্ড এর শেষের ৪ ডিজিটের সংখ্যা লিখে Send এ ক্লিক করতে হবে।
আপনার কাজ শেষ , একটু অপেক্ষা করুন -
আপনার ভোটার আইডি কার্ড দ্বারা সর্বমোট কয়টি সিম রেজিস্টার করা আছে , আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এখানে একটি বিশেষ বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনি যদি Nid Card দিয়ে সিম রেজিস্টার করেন তাহলে সর্বশেষ ৪ ডিজিটের সংখ্যা দিতে হবে।

অনুরূপ ভাবে ,
আপনি যদি Smart  Card দ্বারা সিম রেজিস্টার করেন তাহলে smart card এর সর্বশেষ ৪ ডিজিটের সংখ্যা দিতে হবে। 

অনেকনেই Google মামাকে আরও জিজ্ঞেস করেন যে -
ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড দ্বারা রেজিস্টারকৃত সিম কিভাবে ডি-রেজিস্টার করবেন।

আপনি যদি আপনার অপ্রয়োজনীয় সিম ডি-রেজিস্টার করার জন্য আপনার নিকটস্থ কাস্টুমার কেয়ারে গিয়ে বলবেন আপনি আপনার অপ্রয়োজনীয় সিম গুলোকে ডি-রেজিস্টার করে দেওয়ার জন্য তার জন্য আপনাকে কোন প্রকাশ টাকা দিতে হবেনা এটা ফ্রিতে করতে পারবেন।

মনে রাখবেন আপনার -
Grameen সিম হলে গ্রামীনফোন কাস্টুমার কেয়ারে যেতে হবে।
Robi হলে রবি সিমের কাস্টুমার কেয়ারে যেতে হবে।

এক কথায় আপনি যেই সিম ডি-রেজিস্টার করবেন সেই সিমের Customer কেয়ারে আপনাকে যেতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন।

আজকের টিউন টি আশা করি আমি আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি।
আরারও দেখা হবে নতুন কোন টিউনে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং এস এম সুদীপ বিডি ডট কম এর সাথেই থাকবেন।
টাটা। বাই বাই।

ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
Tag:- আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তা কিভাবে জানবেন।,How to check sim card registrestion by smart nid card,smsudipbd.com,trickbd.com,trickbd tune,trickbd
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author
1 comment
Sort by