গুগল এডসেন্স এবং ব্লগিং নিয়ে দশ টি প্রশ্ন এবং উত্তর।

গুগল এডসেন্স এবং ব্লগিং নিয়ে দশ টি প্রশ্ন এবং উত্তর।

গুগল এডসেন্স এবং ব্লগিং নিয়ে দশ টি প্রশ্ন এবং উত্তর।

গুগল এডসেন্স এবং ব্লগিং নিয়ে দশ টি প্রশ্ন এবং উত্তর।

আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটি ইচ্ছা থাকে, আর সেটি হল- নিজের নামে একটি ওয়েব সাইট থাকুক। কিন্তু একটি ওয়েব সাইট ক্রিয়েট করার পর এ থেকে আমরা ইনকামও করতে চাই। গুগল এডসেন্স আমাদের এ সুবিধা টি দিয়েছে। কিন্তু সকল ওয়েব সাইট এ এডসেন্স এর আওতাভুক্ত থাকতে হলে কিছু এডসেন্স এর শর্ত মেনে চলতে হয়।

শর্ত গুলো মেনে না চললে আপনি এডসেন্স পেয়েও তা হারাতে পারেন। আর এ জন্য নিচে আমি বিশেষ কিছু ১০ টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করতেছি।

...Lets Start...

প্রশ্ন-একঃ-
ফ্রি ব্লগার টেম্পলেট এ এডসেন্স পাওয়া যায় কি ? 
উত্তরঃ- হ্যা, ফ্রি ব্লগার টেম্পলেট এ এডসেন্স পাওয়া যায়। কোনো সমস্যা হবে না।

প্রশ্ন-দুইঃ-
বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করে নিজের ব্লগার সাইটে পোস্ট করলে এডসেন্স দিবে কি ?
উত্তরঃ- অ্যাডসেন্স কখনই দিবে না। কপি পোস্ট না করে নিজে নিজে লেখুন। যদি চালাকি করে অন্য সাইট থেকে পোস্ট কপি মেরে নিজের সাইটে ইডিট করে চালিয়ে দেন তাও ধরে ফেলবে। কারন গুগল রোবট খুবই চালাক তারা দিন দিন আপগ্রেড হচ্ছে। 

প্রশ্ন-তিনঃ-
নিজের ওয়েব সাইট এর  অ্যাড এ আমি নিজে ক্লিক করে আয় করলে কি কোন সমস্যা হবে ?
উত্তরঃ- কোনো রকম সমস্যা হবে না , তবে কিন্তু আপনার সাধের এডসেন্সটি হারাতে হবে।
     
প্রশ্ন-চারঃ-
আমি যদি আমার সাইটে বন্ধুর ফোন থেকে ক্লিক করি। তাহলে কি সমস্যা হবে ?
উত্তরঃ- হ্যা সমস্যা হবে। কেননা গুগলকে কি আপনার বলদ মনে করা আপনার বোকামি হবে। এ রকম কখনোই করবেন না। গুগম মামা যদি ধরতে ধরে এডসেন্স হারাতে হবে। 

প্রশ্ন-পাঁচঃ-
ব্লগার ওয়েব সাইটে কি ইউটিউব ভিডিও দেয়া যায় ? 
উত্তরঃ- হ্যা, ব্লগ পোস্টের মধ্যে ইউটিউব ভিডিও দিতে পারবেন কোন সমস্যা হবে না।

প্রশ্ন-ছয়ঃ-
আমার নিজের ব্লগে অন্যের ইউটিউব ভিডিও দিতে পারব কি ? 
উত্তরঃ- হ্যা, নিজের ব্লগে অন্যের ইউটিউব ভিডিও দিতে পারবেন।

প্রশ্ন-সাতঃ-
ব্লগার সাইটে কি কমেন্ট এপ্রুভ/পেন্ডিং সিস্টেম করা যায় ?
উত্তরঃ- হ্যা, ব্লগার সাইটে কমেন্ট এপ্রুভ/পেন্ডিং সিস্টেম করা যায়।

প্রশ্ন-আটঃ-
নিজের ব্লগে নিজে নিজেই ভিউ বৃদ্ধি করলে কি কোনো সমস্যা হবে ?
উত্তরঃ- না, নিজের ব্লগে নিজে নিজেই ভিউ বৃদ্ধি করলে কোনো সমস্যা হবে না।

প্রশ্ন-নয়ঃ-
গুগল ব্লগার সাইটের পোস্ট গুগলে এস ই ও করা যায় কি ?
উত্তরঃ- অবশ্যই যায়। গুগল ব্লগার সাইটের পোস্ট গুগলে এস ই ও করা যায়।

প্রশ্ন-দশঃ-
ব্লগার ওয়েব সাইটের লিংক ফেসবুকে বেশি বেশি শেয়ার করলে কি কোনো সমস্যা হবে ?
উত্তরঃ- কোন সমস্যা হবে। কিন্তু বেশি বেশি শেয়ার করলে ফেসবুক আপনার সাইটের ডোমেইন ব্লক করে দিবে।

ভুল অথবা ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
আজ এ পর্যন্তই।
টাটা।

ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author
2 comments
Sort by