Facebook আইডি যে ভাবে নিরাপদ রাখবেন ১০০%

Facebook আইডি যে ভাবে নিরাপদ রাখবেন ১০০%

Facebook আইডি যে ভাবে নিরাপদ রাখবেন ১০০%



প্রিয় বন্ধুরা,
আশা করি সকলেই ভাল আছেন আর আমিও অনেক অনেক ভাল আছি।
আজকে আবারও আপনাদের মাঝে একটি নতুন টিউন শেয়ার করতেছি Facebook আইডি যে ভাবে নিরাপদ রাখবেন ১০০%।
আশা করি আজকের টিউন টিও আপনাদের অনেক অনেক উপকারে আসবে।
তো বন্ধুরা শুরু করা যাক...

...Lets Start...

প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ফেসবুক হ্যাকিং নিয়ে আলোচনা করতে চলেছি।
জানিনা আজকের টিউন আপনাদের কেমন লাগবে। তবুও এত টুকু আশা করি আজকের টিউন যেই পড়বে ফেসবুক হ্যাকিং নিয়ে সম্পূর্ণ ধারনা পেয়ে যাবে।

আমরা সকলেই প্রায় গুগল, ইউ টিউবে ফেসবুক হ্যাকিং নিয়ে সার্চ করে থাকি। কিন্তু তেমন কোন লাভ হয় না। কিছু আবল তাবল ভিডিও চলে আসে।
আপনাদের মনে প্রশ্ন চলে আসে কি ভাবে তবে মানুষ ফেসবুক হ্যাক করে থাকে। আর এ কারনেই আপনিও ফেসবুক হ্যাক করতে চান।
আর সেই কারনেই আজকে আমি আপনাদের সামনে টিউন লিখতেছি যে কি ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যায় আমাদের অজান্তে।

# ফেসবুক আইডি কি ভাবে হ্যাক হয় ?
ফেসবুক আইডি যে ভাবে হ্যাক হয় তা সঠিক ভাবে বলতে গেলে , ফেসবুক বিভিন্ন ভাবে হ্যাক হয়ে থাকে। তবে এখানে আমি দুইটি বিষয়ে আলকপাত করতে চাই।
ফেসবুক অনেক জনপ্রিয় মাধ্যম হওয়াতে সবাই আমরা আমাদের শত্রুর আইডি হ্যাক করতে চাই অথবা রিপোর্ট করে নষ্ট করে দিতে চাই।
অনেকেই এই বিষয়ে মোটামুটি পারদর্শী আবার অনেকেই এসব কিছুই বুঝেও না বা পারেও না।

ফেসবুক আইডি বেশির ভাব দুইটি কারনে হ্যাক হয়। যথাঃ-

১। ফিসিং সাইট
এবং
২। কমন পাসওয়ার্ড।

# ফিসিং সাইটঃ-
আমাদের প্রথমেই জানা উচিৎ আসলে ফিসিং সাইট কি ? ফিসিং সাইট হল - ফেসবুকের মতই দেখতে একটি নকল ফেসবুক লগিন পেজ।
এই পেজ দেখতে অবিকল ফেসবুক লগিন পেজের মতই। আর এ কারনেই ফেসবুক ইউজার ফেসবুক লগিন পেজ মনে করে নিজের অজান্তে লগিন করে ফলে সেই ইমেইল বা নাম্বার আর পাসওয়ার্ড
হ্যাকারের মেইল একাউন্টে চলে যায়। এভাবেই ফেসবুক ইউজার হ্যাকের স্বীকার হয়ে থাকে।

কিছু দিন আগেই আমি ইউ টিউবে লাইভ দেখিয়েছি যে কি ভাবে ফিসিং সাইট দিয়ে ফেসবুক একাউন্ট হ্যাক হয়। এটি শুধু মাত্র নতুন দের সাবধানতার জন্য দেখিয়েছি।
কেউ যাতে ক্ষতির স্বীকার না হয় সে কারনেই। কিন্তু প্রোগ্রামিং ফাইল টি কাউকে শেয়ার করিনি।

# সাবধানতাঃ-
কেউ যেখানে সেখানে বা যে কোন ওয়েব সাইট এ ফেসবুক লগিন করব না। ফিসিং সাইট ওয়েব লিংক গুলো ফেসবুকের url এর মত হয়। শুধু মাত্র একটি দুইটি ওয়ার্ড পরিবর্তন করে ফেসবুক ফিসিং
সাইট তৈরি করে হ্যাকার রা। সুতরাং সাবধানে অই সব লিংকে ভিসিট করবেন।
আর হ্যা কমন পাসওয়ার্ড কোন মতেই ব্যবহার করবেন না। পাসওয়ার্ড বড় হাতের অক্ষর , ছোট হাতের অক্ষর , নাম্বার, সিম্বল এসব মিক্স করে পাসওয়ার্ড দিবেন এবং মনেও রাখবেন বা ডায়েরীতে লিখেও রাখতে পারেন।


# কমন পাসওয়ার্ডঃ-
আমরা অনেকেই আছি যারা ফেসবুক বা বিভিন্ন একাউন্টে কমন পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। যেমন - গার্ল ফ্রেন্ড এর নাম, প্রেমিকার নাম, বন্ধুর নাম, নিজের নাম, স্থানের নাম ইত্যাদি পাসওয়ার্ড
ব্যবহার করে থাকি। এতে করে সহজেই ডিসকোনারী এটাকের সাহায্যে আপনাদের একাউন্ট হ্যাক করে ফেলে।

তো বন্ধুরা, আজকের মত এখানেই টিউন শেষ করতেছি।
আমার লেখনিতে ভুল অথবা ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
আজ এ পর্যন্তই।
টাটা।

ক্রেডিট বাইঃ- SMsudipBD.Com
ট্যাগঃ- Facebook আইডি যে ভাবে নিরাপদ রাখবেন ১০০%,facebook id hacking,facebook fising site,Facebook Style Blogger Template । ফেসবুক স্টাইল ব্লগার টেম্পলেট।,ব্লগার টেম্পলেট,blogger template,blogger widgets,blogger all code,blogger tips,trickbd style theme,itsayeem,ordinaryit,mrlaboratory,all premium template free download,Facebook security,facebook safe tips,Facebook Theme,facebook style template,blogger template,blogger code,premium theme,mp3 theme,download site theme,smsudipbd,blogger tips,blogger code,wapka,wapkiz,google,adsense,wordpress,wap builder,hosting,free .com domain,free download theme,code,html code,
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ ,
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!