প্রিয় বন্ধুরা,
আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ রয়েছেন।
আমিও আপনাদের আশীর্বাদে ভালো এবং সুস্থ রয়েছি। সেই সাথে মহান সৃষ্টি কর্তার প্রতি চির-কৃতজ্ঞতা জানাচ্ছি।
কেন এখন আগের মত ওয়েব সাইট থেকে ইনকাম হয় না। |
অনেক দিন হয়ে গেলো আপনাদের সামনে কোন বিষয়ে কথা বলা হয় না। সত্যি বলতে আগের মত আর সময় হয়ে উঠে না।
যাই হোক আজকে সময় করে আপনাদের জন্য দু কলম লিখতে বসলাম। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন।
আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে লিখতে বসেছি সেটি হচ্ছে -
"কেন এখন আগের মত ওয়েব সাইট থেকে ইনকাম হয় না।"
আমরা অনেকে এখন চিন্তা করি এক টা সময় ছিল বিভিন্ন ওয়েব সাইট ঘুরে ঘুরে বিষয়ে শিক্ষা লাভ করা। কিন্তু এখন আর মানুষের সেই সময় আর নেই।
মানুষ অতি সহজেই YouTube থেকে এর সমাধান পাওয়ার চেষ্টা করে, ফলে ওয়েব সাইট এর ভিত্তি দিন দিন কমে যাচ্ছে।
এখন আর মানুষ আগের মতন বিভিন্ন টিপস, প্রশ্নের সমাধান গুগলে সার্চ করে না। বেশির ভাগ মানুষ YouTube এই ওই সকল বিষয়ে সার্চ করে থাকে।
ফলে ওয়েব সাইট গুলো দিন দিন ভিসিটর হারাচ্ছে।
দেখা গেছে অনেক ওয়েব সাইট বন্ধ হয়ে যাচ্ছে। একটা সময় আমি নিজেই দেখেছি ওয়েব সাইট এর প্রতি আগ্রহ বা প্রবনতা অনেক বেশি।
সেই আবেগ বা প্রবণতা এখন আর নেই।
আমি দেখেছি অনেক ব্লগিং ওয়েব সাইট একটা সময় অনেক ভালো চলত। সে গুলোও আজ আর নেই। হারিয়ে গেছে ইউজার এর অভাবে।
দিন দিন প্রযুক্তি আপডেটের সাথে সাথে আমরা ভিডিও দেখে শেখা তাই বেশি পছন্দ করে ফেলেছি। আর সে কারনেই টিউন পরে এখন আর কিছু শিখার ইচ্ছা অনেক টাই কমে গেছে।
## বর্তমানে বাংলা কিছু ওয়েব সাইট রয়েছে-
১। ট্রিক বিডি (TrickBD.Com)
২। টেক টিউন্স (TechTune)
এই দুইটি ওয়েব সাইট মোটামুটি ভালো ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাছাড়া বেশির ভাগ ওয়েব সাইট ডাউন হয়ে যাচ্ছে।
আমাদের এই ওয়েব সাইট টিও এক সময় খুব ভালো চলত কিন্তু সময় এবং পরিচর্যার অভাবে দিন দিন ভিসিটর হারাচ্ছে। কথা টা বলতে কষ্ট হলেও এতাই সত্যি।
একটা সময় অনেক অনেক সময় দিতাম এই ওয়েব সাইট এ কিন্তু সময়ের সাথে আর সেই আগের মত সময় দিতে পারি না।
" ওয়েব সাইট টিকিয়ে রাখার লড়াই "
বর্তমানে এমন হয়ে গেছে একটি ওয়েব সাইট টিকিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন সময় এবং শ্রম দিয়েও কাক্ষিত যখন ইনকাম হয় না তখন ওয়েব সাইট এর খরচ মেটানো সম্ভব হয়ে উঠে না।
তাছাড়াও প্রতিদিন নতুন নতুন উপডেট ওয়েব সাইট এ না আসার কারনেও ওয়েব সাইট ইউজার রা আর প্রতিদিন ভিসিট করতে আসে না।
আপনার যদি একটি ওয়েব সাইট থেকে থাকে তবে এটি কে টিকিয়ে রাখতে প্রতিদিন এক্তিব কিছু শেয়ার করুন।
পরিশেষে, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের কিছু কথা এখানেই শেষ করতেছি।
সকলেই ভালো এবং সুস্থ থাকুন।
ক্রেডিট বাইঃ- এস এম সুদীপ বিডি।
ট্যাগসঃ- কেন এখন আগের মত ওয়েব সাইট থেকে ইনকাম হয় না।, ইনকাম, অনলাইন ইনকাম, এড দেখে টাকা ইনকাম করার উপায়।, ব্লগার, এস এম সুদীপ বিডি,SMsudipBD,SMsudipBD.Com
টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!