বইমেট ওয়ার্ডপ্রস থিম - Boimate Wordpress Theme

বইমেট ওয়ার্ডপ্রস থিম - Boimate Wordpress Theme


হেলো বন্ধুরা,

আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি।

আজ অনেক দিন পর আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে চলে আসলাম।

এই দীর্ঘ সময়ে না আসার কারন আপনারা হয়ত সকলেই জানেন। কেননা দেশের কোঠা আন্দোলন কে ঘীরে সারা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল।

যাই হোক এখনও সারা দেশ স্বাভাবিক হয়ে উঠেনি। আশা করি আসতে আসতে আবারও আমাদের এই প্রিয় দেশ স্বাভাবিক হয়ে উঠুক।

বইমেট ওয়ার্ডপ্রস থিম - Boimate Wordpress Theme
বইমেট ওয়ার্ডপ্রস থিম - Boimate Wordpress Theme


তো বন্ধুরা আজকে আমি আবারও একটি Wordpress এর নতুন একটি Wordpress Theme এর বিসয়ে কথা বলব। এই থিম টি সাধারণত একটি অনলাইনে বই প্রিয় পাঠক দের জন্য তৈরি করা।

অনলাইনে খুব সহজেই PDF Book পড়তে পারবে পারবে। সেই সাথে চাইলে বই টি DownLoad ও করে নিতে পারবে।


এই থিম টি Boimate.Com কে কেন্দ্র করে Re-Design করেছি। কেননা ক্লাইন্ট এর চাহিদা ছিল এই থিম টি কে একটু মডিফাই করে তৈরি করে দিতে হবে। যাই হোক আমি সফল ভাবে Boimate.Com কে একটি Wordpress Theme হিসেবে তৈরি করতে সফল হয়েছি।

থিম টিতে অসংখ্য ফিচার যুক্ত করা রয়েছে। এতে করে Admin Mode থেকে কন্ট্রোল করা খুব সহজ হবে।


# About This Theme

 এই Wordpress Theme - এ যে সকল ফিচার যুক্ত করেছি , তার কিছু আপনাদের সাথে তুলে ধরতেছি। আশা করি এতেই অনুমান করতে পারবেন যে থিম টি কত টা ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে।


১। মোবাইল ও পিসির জন্য আলাদা আলাদা ডিজাইন।
২। পিসি ভার্সনে Header এর পরেই একটি Slider পাবেন।
৩। Theme টি সর্বমোট - ৭ টি সেকশনে বিভক্ত।
৪। থিম টি হালকা আকাশী ও সাদা কালারের মিশ্রনে তৈরি।
৫। PDF Reader Page, PDF DownLoad Page & PDF Buye Link Page রয়েছে।
৬। Theme টি তে Writter Page আলাদা ভাবে ডিজাইন করা হয়েছে।
৭। আলাদা ভাবে Category Page তৈরি করা রয়েছে।
৮। বই এর PublisherWritter অনুযায়ী সার্চ করার অপশন রয়েছে।
৯। Custom Dasgboard রয়েছে এবং
১০। Custom Theme Option রয়েছে।


এই থিম টি অনেক সুন্দর ও সময় নিয়ে ডিজাইন করা হয়েছে। আশা করি এই থিম টি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকে এই থিম টি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি কারন এই থিম টি এক জন আমাকে অর্ডার করেছিল। এডভান্স ও করেছিল।

কিন্তু পরবর্তীতে সেই ক্লাইন্ট আর যোগাযোগ করেনি। তাই থিম টি আমি রি সেল করে দিচ্ছি।

যারা এই থিম টি ক্রয় করতে চান তারা এখানে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ইনবক্স করেন তবে আরও ভালো, কেননা ইনবক্স করলে রিপ্লাই তারাতারি পেয়ে যাবেন।

Buy Theme

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। লেখার মাঝে ত্রুটি মার্জনীয়। সকলেই ভালো ও সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

টাটা। বাই বাই।

ক্রেডিট বাইঃ এস এম সুদীপ বিডি ডট কম।
ট্যাগসঃ- বইমেট ওয়ার্ডপ্রস থিম - Boimate Wordpress Theme,wordpress theme,theme free download,trickbd theme,news theme,themebazar,code dokan,teachtune,bangla blog theme,blogger template free download,wordpress theme free download,school wordpress theme,college wordpress theme,blogger theme,font download wordpress theme,wordpress code,
পোস্ট রেটিং করুন
ট্যাগঃ
About Author

টিউটোরিয়ালটি কেমন লেগেছে মন্তব্য করুন!